ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

পাঁচশ’র বেশি রানে সাঙ্গাকারার রেকর্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, মার্চ ১৮, ২০১৫
পাঁচশ’র বেশি রানে সাঙ্গাকারার রেকর্ড কুমার সাঙ্গাকারা

ঢাকা: বিশ্বকাপের কোনো আসরে সপ্তম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ’ বা এর বেশি রানের রেকর্ড গড়লেন শ্রীলঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।

বিশ্বকাপের এবারের আসরে বুধবার (১৮ মার্চ) প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্কোরবোর্ডে চার রান যোগ করেই এ রেকর্ড গড়েন সাঙ্গাকারা।



এর আগে টানা চার শতক হাঁকিয়ে শুধু বিশ্বকাপ নয়, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও অনন্য কৃতিত্ব গড়েন তিনি।  

এগারোতম বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার সাঙ্গাকারা।   ১২৪ গড়ে গ্রুপ পর্বের ৬ ম্যাচে তার সংগ্রহ ৪৯৬ রান।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

** সাঙ্গাকারা-জয়াবর্ধনের জুটির রেকর্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।