ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ফাইনালে অপরিবর্তিত দলের ইঙ্গিত ম্যাককালামের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, মার্চ ২৮, ২০১৫
ফাইনালে অপরিবর্তিত দলের ইঙ্গিত ম্যাককালামের ব্রেন্ডন ম্যাককালাম

ঢাকা: শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে প্রোটিয়াদের হারানো দলটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে মাঠে থাকবে, এমনই ইঙ্গিত দিলেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

দলটি তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি উল্লেখ করে ব্ল্যাকক্যাপস অধিনায়ক বলেন, গত মঙ্গলবার (২৪ মার্চ) অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে দলটি খেলেছিল ফাইনালে তা অপরিবর্তীত থাকবে।



রোববার (২৯ মার্চ) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে কিউইরা।

দলের পারফরম্যান্সের বিষয়ে ম্যাককালাম বলেন, স্কোয়াডে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। তবে বয়স সব সময় নেতৃত্বের নিশ্চয়তা দেয় না, কারণ তরুণরা ইতোমধ্যে তা প্রমাণ করেছে।

আগামীকালের ম্যাচটি নিয়ে সবাই উন্মুখ হয়ে রয়েছে, যোগ করেন ম্যাককালাম। পাশাপাশি সেমিফাইনাল জয়ে গ্র্যান্ট ইলিয়টের ‘সেই’ ছক্কার কথাও উল্লেখ করেন তিনি।

বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো ফাইনাল খেলছে কিউইরা। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ইতোমধ্যে বিশ্বকাপ জয়ের যোগ্যতার প্রমাণ দিয়েছে এবারের বিশ্বকাপে অপরাজিত থাকা দলটি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।