ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

মোহালি টেস্টে অনিশ্চিত ডুমিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, নভেম্বর ১, ২০১৫
মোহালি টেস্টে অনিশ্চিত ডুমিনি ছবি: সংগৃহীত

ঢাকা: হাতের ইনজুরিতে ভোগা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান জেপি ডুমিনি ভারতে বিপক্ষে প্রথম টেস্টে দলের বাইরে থাকতে পারেন। ৫ নভেম্বর থেকে মোহালিতে শুরু হচ্ছে দু’দলের প্রথম টেস্ট।



এর আগে ডুমিনি দলের একমাত্র অনুশীলন ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক বিবৃতিতে জানানো হয়, ডুমিনি এখন ইনজুরি সমস্যায় রয়েছে। ‘তার ইনজুরি সমস্যা এখনও রয়েছে। আমরা জানি না তার সুস্থ হতে কত সময় লাগতে পারে। তবে প্রথম ম্যাচের জন্য ডুমিনি ৫০:৫০ পজিশনে রয়েছে।

এরআগে দু’দলের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে খেলতে পারেননি ডুমিনি। রাজকোটে তৃতীয় ওয়ানডে ম্যাচে বোলিং করে ক্যাচ ধরতে গিয়ে হাতে গুরুতর ব্যথা পান এ ডানহাতি ব্যাটসম্যান। প্রোটিয়ারা ওয়ানডেতে ৩-২ ব্যবধানে ভারতের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে নেয়।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।