ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

কিউই ক্রিকেটে সর্বোচ্চ আয়ের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, নভেম্বর ১৯, ২০১৫
কিউই ক্রিকেটে সর্বোচ্চ আয়ের রেকর্ড

ঢাকা: ২০১৪-১৫ অর্থ বছরে রেকর্ড আয় করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ওয়েলিংটনে দেশটির ক্রিকেট বোর্ডের বার্ষিক সভা শেষে জানানো হয়, গত এক বছরে ক্রিকেট থেকে লাভের পরিমাণ ২৩.৭ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার।

  আরও বলা হয় অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে ক্রিকেট বিশ্বকাপ অায়োজন করায় এমন সাফল্য এসছে বোর্ডটিতে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাহী ডেভ হোয়াইট জানান, ‘গত এক বছরে দেশটির ক্রিকেট বোর্ড দারুণ সময় পার করেছে। মাঠ ও মাঠের বাইরে সব কিছুই ছিল দুর্দান্ত। ’ পাশাপাশি ক্রিকেটারদের শক্ত পারফরম্যান্স এমন সাফল্যের অংশ বলেও জানান তিনি।

এদিকে গত বছরটা নিউজিল্যান্ডের জন্য দারুণ কাটলেও আগামী দুই-তিন বছর কঠিন হতে পারে বলে জানিয়েছেন হোয়াইট। তার মতে ২০১৫-১৬ অর্থ বছরে বোর্ডের ৫ মিলিয়ন ডলার লোকসান হতে পারে।

এ ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান স্টুয়ার্ট হেল জানান, ক্রিকেটারদের দুর্দান্ত ক্রিকেটীয় মনোভাবই এগিয়ে রেখেছে দেশটির ক্রিকেটকে। আর দিন দিন এই খেলার প্রতি আগ্রহ বাড়ছে দেশটির জনগনের, এমনকি মহিলা ক্রিকেটেও।

২০১৫ বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলে ফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। তবে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পেলেও অজিদের কাছে হেরে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় কিউইদের।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।