ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

দর্শকরাই বাংলাদেশের সাফল্যের রূপকার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, নভেম্বর ২০, ২০১৫
দর্শকরাই বাংলাদেশের সাফল্যের রূপকার ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দেশের মাঠে খেলা হলে দর্শকে পরিপূর্ণ থাকে স্টেডিয়ামের গ্যালারি। নিজ দেশকে সমর্থন যোগাতে চেষ্টার কমতি থাকে না তাদের।

পতাকা হাতে, লাল-সবুজ জার্সি গায়ে, বাঘ সেজে কিংবা মুখে উৎসাহব্যাঞ্জক ধ্বনি তুলে টাইগার ক্রিকেটারদের সমর্থন দেন দর্শকরা। এই দর্শকদের কারণেই ক্রিকেট এতদূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধণী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিতি হয়ে নাজমুল হাসান বলেন, বাংলাদেশের ক্রিকেটের সফলতার রূপকার হচ্ছে দর্শক। দলের খারাপ সময়েও তারা যেভাবে নিজ দেশকে সমর্থন দেন তার কোনো জুড়ি নেই।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিপিএল আয়োজন করা হয়েছে যোগ করে তিনি বলেন, বিশ্বের যে কোনো দলের জন্য বাংলাদেশে এসে আমাদের হারানো কঠিন। টি-টোয়েন্টিতে কিছুটা ছন্দপতন ঘটে যাচ্ছে। তবে, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপকে (টি-টোয়েন্টি) সামনে রেখেই এবারের বিপিএল আয়োজন। এখান থেকে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করে নবীন ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে।
 
নির্বাচকদের উদ্দ্যেশে বিসিবি সভাপতি বলেন, আমি নির্বাচকদের বলবো, বিপিএল থেকে বিশ্বকাপের জন্য দুই-একটা খেলোয়াড়কে বাছাই করা যায় কিনা সেদিকে চোখ রাখতে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।