ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

জয়ের সম্ভাবনা নিজেরাই নষ্ট করেছি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, জানুয়ারি ১৫, ২০১৬
জয়ের সম্ভাবনা নিজেরাই নষ্ট করেছি ছবি: মানজারুল ইসলাম / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: শুরুটা যেভাবে করেছিলাম, শেষটা সেভাবে করতে পারিনি। জয়ের সম্ভাবনা ছিলো, নিজেরাই তা নষ্ট করেছি।



ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হারের পর আয়োজিত প্রেস বিফিংয়ে এ কথা বলেন জিম্বাবুয়ের ওপেনার হ্যামিলটন মাসাকাদজা। শুক্রবার (১৫ জানুয়ারি) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এ খেলা হয়।
 
মাসাকাদজা বলেন, আমাদের আরও রান করা উচিত ছিলো। রান কম হওয়ায় পরাজিত হয়েছি।

আজকের খেলায় দলের কোন দিকটা ভালো ছিলো জানতে চাইলে জিম্বাবুইয়ান ওপেনার বলেন, দলের বোলাররা অনেকটা ভালো করেছে।

পরের ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মাসাকাদজা বলেন, হতাশার কিছু নেই। আগামী খেলাগুলোতে জয়ের মিশন নিয়ে নামবে জিম্বাবুয়ে।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।