ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

যুব বিশ্বকাপের জন্য প্রস্তুত শের-ই-বাংলা স্টেডিয়াম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, জানুয়ারি ২৫, ২০১৬
যুব বিশ্বকাপের জন্য প্রস্তুত শের-ই-বাংলা স্টেডিয়াম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুয়ারে কড়া নাড়ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বুধবার (২৭ জানুয়ারি) পর্দা উঠছে যুব বিশ্বকাপের একাদশতম আসরের।

১৬ দলের এ বিশ্ব আসরের ম্যাচগুলো হবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার-এই চার শহরের আট ভেন্যুতে।

সেমিফাইনাল ও ফাইনালসহ ৯টি ম্যাচ গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ জন্য পুরোপুরি প্রস্তত স্টেডিয়ামটি।
 
বিশ্বকাপ উপলক্ষ্যে শেষ সময়ে মিরপুর এখন ব্যস্ত নব সাজে সেজে উঠতে। গ্যালারিতে রঙের প্রলেপ দেওয়ার কাজ শেষ। ভাঙা চেয়ার সরিয়ে বসানো হয়েছে নতুন চেয়ার। ঘাসের উপর স্পন্সর কোম্পানির লোগোতে দেওয়া হচ্ছে তুলির আচড়। রাতে ফ্লাড-লাইট জ্বালিয়ে সেরে নেয়া হচ্ছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ।

মিরপুরে নেই ক্রিকেটারদের পদচারণা। বিকেএসপি ও চট্টগ্রামে প্রস্ততি ম্যাচ খেলতে ব্যস্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলো। শীর্ষ ২৭ ক্রিকেটারকে নিয়ে জাতীয় দলের ক্যাম্প চলছে খুলনায়। আর বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের দেওয়া হয়েছে পাঁচদিনের ছুটি। সব মিলিয়ে হোম অব ক্রিকেটে এখন সুনসান নিরবতা। স্টেডিয়ামজুড়ে সংস্কার কাজ ছাড়া চোখে পড়ছে না অন্য কিছু।
 
২৭ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হলেও মিরপুরে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। ভারত-আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে মিরপুর পর্ব। ১৪ ফেব্রয়ারি এ মাঠেই শিরোপা হাতে তুলবে বিশ্বকাপজয়ী দল।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।