ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

অজি দলে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, জানুয়ারি ২৯, ২০১৬
অজি দলে নতুন মুখ ক্যামেরন ব্যানক্রফট / ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন ক্যামেরন ব্যানক্রফট। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নামলেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হবেন ২৩ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।



আগামী রোববার (৩১ জানুয়ারি) তৃতীয় টি-২০ তে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবেন স্মিথ-ওয়ার্নাররা। সিডনিতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৮ মিনিটে ম্যাচটি শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে অজিরা। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৩৭ রানের দাপুটে জয় তুলে নেন কোহলিরা।

শেষ ম্যাচে ম্যাথু ওয়েডের পরিবর্তে উইকেটরক্ষকের গ্লাভস হাতে নিতে পারেন ব্যানক্রফট। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে (৩টি) ও টেস্ট সিরিজ (২টি) সামনে রেখে বিশ্রামে থাকবেন ওয়েড। ভারত সিরিজ শেষেই প্রতিবেশী দেশে উড়াল দেবে অজি দল। অকল্যান্ডে আগামী ৩ ফেব্রুয়ারি দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এদিকে, এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) ইতোমধ্যেই (২৯ জানুয়ারি) সিরিজে সমতায় ফেরার মিশনে নেমেছে স্বাগতিকরা। উল্টো নাকি সিরিজ জয়ের উল্লাসে মাতবে সফরকারীরা? সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।