ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

শেষ ম্যাচে প্রোটিয়া যুবাদের সামনে সহজ লক্ষ্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, ফেব্রুয়ারি ২, ২০১৬
শেষ ম্যাচে প্রোটিয়া যুবাদের সামনে সহজ লক্ষ্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইসিসি ‍অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার যুবাদের ১২৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে স্কটল্যান্ড। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ‍মাঠে আগে ব্যাট করে ৪৫.৪ ওভারে ১২৭ রানে অলআউট হয় স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।



দলের ৯ নম্বর ব্যাটসম্যান হারিস কার্নজি করেন সর্বোচ্চ ২৯ রান। এছাড়া ফিনলে ম্যাকগ্রেথের ব্যাট থেকে আসে ২৪ রান।

প্রোটিয়া যুবাদের হয়ে দুটি করে উইকেট নেন চার বোলার। এরা হলেন- উইয়ান মাল্ডার, লুক ফিল্যান্ডার, টনি ডি জর্জি ও সিন হোয়াইটহেড।

‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ ও নামিবিয়ার ‍যুবারা। দুটি করে ম্যাচ হারায় কোয়ার্টারে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে যায় বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও স্কটল্যান্ডের যুবারা। শেষ ম্যাচে কারা একমাত্র জয় নিয়ে মাঠ ছাড়ে সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।