ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

পাক আম্পায়ার আসাদের পাল্টা জবাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
পাক আম্পায়ার আসাদের পাল্টা জবাব ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফকে দুর্নীতির অভিযোগে পাঁচ বছর নির্বাসনের সাজা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বসে থাকেননি আসাদ, বোর্ডের বিরুদ্ধে পাল্টা জবাব দিলেন।



আসাদ রউফ জানান, তাকে নির্বাসিত করার মতো কোনও প্রমাণ নেই ভারতীয় বোর্ডের। ৫৯ বছরের রউফ আইসিসি এলিট প্যানেলে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ আইপিএলে বুকিদের থেকে দামি উপহার নেওয়ার পাশাপাশি বেটিংও করেন।

তিনি আরও যোগ করেন ‘‘মুম্বাইয়ের আদালত পুলিশকে আমার বিরুদ্ধে প্রমাণ না থাকার কথা বলার পর কী ভিত্তিতে বোর্ড বা আইপিএল আমাকে নিষিদ্ধ করলো?’।

** নিষিদ্ধ পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।