ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

খেলা দেখতে প্রধানমন্ত্রী মাঠে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, মার্চ ২, ২০১৬
খেলা দেখতে প্রধানমন্ত্রী মাঠে ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ঢাকা: এশিয়া কাপে বাংলাদেশ বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট খেলা দেখতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে শেখ হাসিনা বাসা থেকে রওয়ানা হন।

৮টার দিকে তিনি মাঠে পৌঁছান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব অাশরাফুল আলম খোকন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খেলা উপভোগ করতে প্রধানমন্ত্রী মাঠে এসেছেন।

২০১২ সালের এশিয়া কাপে ২২ মার্চ মিরপুরে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে শিরোপাবঞ্চিত হয় টিম বাংলাদেশ। হারের বেদনায় অঝরে কেঁদেছিলেন সাকিব-মুশফিকরা। সঙ্গে কাঁদিয়েছিলেন দেশের ক্রিকেট প্রেমীদেরও। এবার সে প্রতিশোধ নেওয়ার পালা।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬/আপডেট ২০১৬
এমইউএম/আইএ

** পাওয়ার প্লে’তে আধিপত্য বাংলাদেশের
** এবার মাশরাফির আঘাত, সাজঘরে হাফিজ
** সানি ফেরালেন শারজিলকে, চাপে পাকিস্তান
** পাক ব্যাটসম্যানদের চাপে রেখেছে বাংলাদেশ
** আল-আমিনের বলে শুরুতেই ফিরলেন খুররম
** ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ
** টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
** একাদশে ফিরলেন তামিম-সানি
** প্রস্তুত মিরপুর, প্রস্তুত মাশরাফি-আফ্রিদিরা
** ফাইনালের পথে মাশরাফিদের বাধা পাকিস্তান
** আসতে শুরু করেছে দর্শক
** মিরপুরে টিকিটের হাহাকার
** টাইগারদের সামনে সেই পাকিস্তান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।