ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ফাইনালে বৃষ্টির আশঙ্কা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, মার্চ ৬, ২০১৬
ফাইনালে বৃষ্টির আশঙ্কা! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: কয়েক ঘণ্টা বাদেই মিরপুরে শুরু হবে এশিয়া কাপের ফাইনাল। আর এই ফাইনালের ম্যাচে বৃষ্টির আশঙ্কা করছে ঢাকা আবহাওয়া অফিস।

তবে আশার কথা হলো বেরসিক এই বৃষ্টি ঢাকা বিভাগের অন্যান্য জায়গায় হানা দিলেও মিরপুরে নাও হতে পারে বলে তারা জানিয়েছেন।

রোববার (৬ মার্চ) দুপুর ২টার দিকে মিরপুরের আকাশে মেঘ উঁকি দিলে ঢাকা আবাহাওয়া অফিসের কাছে এশিয়া কাপে ফাইনালের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে কীনা জানতে চাওয়া হয়।

এ সময় আবহাওয়াবিদরা জানান, ‘দেশর উত্তরাঞ্চলসহ ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হবে। তবে মিরপুরে হবে কী না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হলেও হতে পারে। ’

উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপে এবারের আসরের বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম ম্যাচের দিন বৃষ্টি হলেও তা ম্যাচে কোনো প্রভাব ফেলেনি।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ৬ মার্চ ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।