ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ধর্মশালা থেকে মহিবুর রহমান

চেন্নাই থেকে ফিরলেন আরাফাত সানি

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, মার্চ ১৩, ২০১৬
চেন্নাই থেকে ফিরলেন আরাফাত সানি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধর্মশালা থেকে: বোলিং অ্যাকশন পরীক্ষা শেষ করে চেন্নাই থেকে ধর্মশালায় ফিরেছেন টাইগার স্পিনার আরাফাত সানি। আর একই পরীক্ষায় অবতীর্ণ হতে সোমবার (১৪ মার্চ) চেন্নাইয়ের উদ্দেশ্যে ধর্মশালা ছাড়বেন টাইগার পেসার তাসকিন আহমেদ।



রোববার (১৩ মার্চ) দুপুরে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা শেষ করে ধর্মশালায় দলের সাথে যোগ দেন সানি। তার বোলিং সত্যিকার অর্থেই ত্রুটিমুক্ত কী না সেটা জানা যাবে আগামী ৭ দিনের মধ্যে।

গত ৯ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপে নিজেদের  প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন মাঠের আম্পায়াররা। শুধু প্রশ্ন তুলেই তারা ক্ষান্ত হননি, বিষয়টি জানান ম্যাচ রেফারিকে আর ম্যাচ রেফারি জানায় আইসিসিকে।

ফলে বোলিং অ্যাকশন ঠিক আছে কী না সেই পরীক্ষা দিতে ১২ মার্চ চেন্নাইয়ে যান আরাফাত সানি। একই পরীক্ষার মুখোমুখি হতে হবে তাসকিনকেও। তাই সোমবার (১৪ মার্চ) দুপুরে তিনিও চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।