ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষেই ফিরছেন মুস্তাফিজ: মাশরাফি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, মার্চ ১৬, ২০১৬
অস্ট্রেলিয়ার বিপক্ষেই ফিরছেন মুস্তাফিজ: মাশরাফি ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপের পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরছেন ‘দ্য কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান, এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার (১৬ মার্চ) ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা শেষে ধারাভাষ্যকারের প্রশ্নের জবাবে মাশরাফি এ কথা জানান।



তিনি বলেন, আজ আমরা ভালো খেলিনি, বিশেষ করে বোলিংটা খারাপ হয়েছে। প্রথম ছয়টি ওভার তেমন ভালো ছিল না আমাদের। এমনকি পরে এসেও বোলিংয়ে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারিনি।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী খেলা ২১ মার্চ (সোমবার)- অস্ট্রেলিয়ার বিপক্ষে। আশা রাখি সে ম্যাচে ছন্দে ফিরতে পারবো। তবে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে যেতে হবে, ঠিক মতো সময় নিয়ে অনুশীলনও করতে হবে। এটাই এখন মূল ভাবনা।

মুস্তাফিজকে এই ম্যাচেই দেখার কথা ছিল, কিন্তু কী হলো- এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, ইনজুরি কাটিয়ে তার অবস্থা এখন বেশ ভালো। আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষেই তাকে দলে পাবেন।

এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে, পাকিস্তান জয়ী হয়েছে ৫৫ রানে। স্কোর: বাংলাদেশ ১৪৬ রান ৬ উইকেট, ২০ ওভারে এবং পাকিস্তান ২০১ রান, ৫ উইকেট, ২০ ওভারে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।