ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

গেইলের পর এবার ডি ভিলিয়ার্সের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, মার্চ ১৮, ২০১৬
গেইলের পর এবার ডি ভিলিয়ার্সের অপেক্ষা ছবি: সংগৃহীত

ঢাকা: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ক্রিস গেইলের কাছেই হার মানে ইংল্যান্ড। উইলি-টপলি-বেন স্টোকসদের উপর দিয়ে রীতিমতো ‘স্টিমরোলার’ চালান ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’।

একই ভেন্যুতে এবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ইংলিশরা। যেখানে তাদের সামলাতে হবে ‘বিধ্বংসী’ এবি ডি ভিলিয়ার্সকে!

শুক্রবার (১৮ মার্চ) সুপার টেনের গ্রুপ ‘ওয়ান’র ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবেন ইয়ন মরগানরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

টি-২০ বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে ১৮২ রান করেও হারের স্বাদ নেয় ইংলিশরা। গেইলের অপরাজিত ঝড়ো ইনিংসে (৪৮ বলে ১০০) ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়াংখেড়েতে গেইলের চেয়েও ‘বিধ্বংসী’ হয়ে উঠতে পারেন ডি ভিলিয়ার্স। এই মাঠেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে (১০ মে, ২০১৫‍) আইপিএলের ম্যাচে ৫৯ বলে ১৩৩ রানের (অপরাজিত) বিস্ফোরক ইনিংস খেলেছিলেন প্রোটিয়া ব্যাটিং জিনিয়াস।

এ তো গেল ‍আইপিএলের কথা। আন্তর্জাতিক ম্যাচেও ওয়াংখেড়ের উইকেটে ভয়ংকর ডি ভিলিয়ার্স। গত বছরের ‍অক্টোবরে ভারতের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে ৬১ বলে ১১৯ রানের ইনিংস উপহার দেন এবি।

সে ম্যাচটিতে ডি ভিলিয়ার্স ছাড়াও কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিসের সেঞ্চুরিতে ৪৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। জবাবে ১৪ ওভার বাকি থাকতেই ২২৪ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। ২১৪ রানের বিশাল জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটিও ৩-২ ব্যবধানে জিতে নেয় প্রোটিয়ারা।

শুক্রবারের ম্যাচে এবির ব্যাট জ্বলে উঠলে ইংল্যান্ডের সামনে দুঃস্বপ্নই অপেক্ষা করছে!

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।