ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

অ্যাকশন শোধরাতে তাসকিন-সানির পাশে সালাউদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, মার্চ ২৪, ২০১৬
অ্যাকশন শোধরাতে তাসকিন-সানির পাশে সালাউদ্দিন

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে অ্যাকশন শোধরানো ছাড়া আর কোনো উপায় নেই তাসকিন আহমেদ ও আরাফাত সানির। এই দুই বোলারের অ্যাকশন শোধরাতে কোন বিশেষজ্ঞ কোচকে নিয়োগ দেওয়া হবে- এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

তবে বিসিবি পাড়ায় গুঞ্জন বিকেএসপির সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেই দেওয়া হতে পারে দায়িত্ব।
 
সালাউদ্দিন কাজ করেন কুয়ালালামপুরের উপকণ্ঠে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় ক্রিকেট কোচ হিসেবে। বর্তমানে ঢাকাতেই অবস্থান করছেন ‍তিনি।

স্পিনার আব্দুর রাজ্জাক যখন নিষিদ্ধ হয়েছিলেন তখন পুনবার্সনের কাজ করে সফল হয়েছিলেন সালাউদ্দিন। আব্দুর রাজ্জাক ফিরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। সোহাগ গাজীও শরণাপন্ন হয়েছিলেন সালাউদ্দিনের। মালয়েশিয়ায় গিয়ে সালাউদ্দিনের টিপস নিয়েছিলেন গাজী।

এবারও তাসকিন-সানির পুনর্বাসনের দায়িত্ব দেওয়া হতে পারে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ সালাউদ্দিনকে।

আর দায়িত্ব পেলে স্বতঃস্ফূর্তভাবেই কাজ করবেন বলে বাংলানিউজকে জানালেন সফল এ কোচ। তিনি বলেন, আমাকে বিসিবি থেকে কিছু বলা হয়নি। তবে দায়িত্ব দেওয়া হলে অবশ্যই করবো।
 
নিষিদ্ধ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বোলারদের জন্য কতটু‍কু সম্ভবপর? -এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো সম্ভব। তবে বোলিংয়ে আগের সেই কার্যকারিতা থাকে না। সোহাগ গাজীও কিন্তু অ্যাকশন ঠিক করার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলো। কিন্তু তাকে আগের মতো করে পাওয়া যায়নি। অ্যাকশন ঠিক করে দেওয়া খুব সহজ কিন্তু বোলিংয়ে আগের বৈচিত্র্য ফিরিয়ে আনা খুব কঠিন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এসকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।