ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

প্রীতির বিয়ের খবরে বিস্মিত গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, এপ্রিল ১১, ২০১৬
প্রীতির বিয়ের খবরে বিস্মিত গিলক্রিস্ট ছবি: সংগৃহীত

ঢাকা: বলিউড তারকা প্রীতি জিনতার বিয়ের খবর শুনে বিস্মিত অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। সম্প্রতি নয়া দিল্লিতে অস্ট্রেলিয়ার শিক্ষাদূত হিসেবে ভারত সফরকালে এমন মন্তব্য করেন এ কিংবদন্তি।

 

এ বছরের শুরুর দিকে দীর্ঘদিনের প্রেমিক জেনে গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। লস অ্যাঞ্জেলসে তাদের বাগদান সম্পন্ন হয়।

এদিকে প্রীতির বিয়ের ব্যাপারে একেবারেই জানতেন না, তারই মালিকানাধীন কিংস ইলেভেন পাঞ্জাবের এক সময়কার অধিনায়ক গিলক্রিস্ট। এ ব্যাপারে এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা কি সত্যি? কবে ঘটলো এটি। ’

পরে প্রীতিকে শুভেচ্ছা জানিয়ে ৪৪ বছর বয়সী এ তারকা আরও বলেন, ‘প্রীতির প্রতি শুভকামনা রইল। আমরা খুব কাছের বন্ধু ছিলাম। সে খেলার প্রতি খুবই আন্তরিক। ’

গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারেরও বেশি রান করেছেন। এছাড়া অজিদের হয়ে ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপও জিতেছেন এ বাঁহাতি মারকুটে ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।