ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

জয় পাওয়া ম্যাচে কোহলির জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, এপ্রিল ২৩, ২০১৬
জয় পাওয়া ম্যাচে কোহলির জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসকে হারানোর ম্যাচে জরিমানা করা হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে। জরিমানার অঙ্কটাও নেহাত কম নয়।

 

১২ লাখ ভারতীয় রুপি জরিমানা গুনতে হচ্ছে কোহলিকে।

 

আইপিএল কমিটির এক বিবৃতিতে জানানো হয়, বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে। আর এই আসরে প্রথমবারের মতো এমন অভিযোগ উঠায় আইপিএলের কোড অব কন্ডাক্টের হিসেবে ১২ লাখ রুপি জরিমানা ধরা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) পুনের বিপক্ষে ১৩ রানের জয় পায় কোহলির দল। ব্যাট হাতে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কোহলি। একই ম্যাচে দলপতির সঙ্গে ১৫৫ রানের জুটি গড়ে ৮৩ রান করেন এবিডি ভিলিয়ার্স। বেঙ্গালুরু ১৮৫ রান সংগ্রহ করলে ধোনির পুনে ১৭২ রান তুলতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।