ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

জাতীয় দলের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করছেন সাব্বির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, মে ৪, ২০১৬
জাতীয় দলের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করছেন সাব্বির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘরোয়া ওয়ানডেতে আপনার প্রথম সেঞ্চুরি কবে? মিরপুরে শেখ জামালের বিপক্ষে ম্যাচ শেষে এ প্রশ্নের উত্তরে প্রাইম ব্যাংকের ক্রিকেটার সাব্বির রহমানকে ভাবতে হলো কিছুক্ষণ। স্মৃতির পাতা হাতড়ে পরে অবশ্য জানালেন, শেষ আমি করেছি জাতীয় লিগে।

তখন যে ওয়ানডে ম্যাচগুলো হতো, খুলনার সাথে ১১২ করেছিলাম। হ্যাঁ, সেটা অনেকদিন আগে।

২০১০ সালের ২৩ অক্টোবর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে ১১২ করেছিলেন রাজশাহীর এ ক্রিকেটার। লিস্ট ‘এ’ ম্যাচে প্রথম সেঞ্চুরির সাড়ে পাঁচ বছর পর বুধবার (০৪ মে) প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে পেয়েছেন দ্বিতীয় সেঞ্চুরির দেখা। ৯৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় সাজানো তার ইনিংসটি। সাব্বিরের সেঞ্চুরির দিনে দলও পেয়েছে ১১৩ রানের বড় জয়। বলে রাখা ভালো, প্রিমিয়ার লিগে এটিই প্রথম শতক সাব্বিরের।

প্রিমিয়ার লিগে প্রথম সেঞ্চুরির পর অনুভূতি জানাতে গিয়ে সাব্বির বলেন, ‘সেঞ্চুরি, হ্যাঁ অবশ্যই ভালো লাগছে। প্রিমিয়ার লিগ, প্র্যাকটিস ম্যাচ যেখানেই হোক না কেন ভালো লাগছে। তবে দল জিতেছে এ জন্য আরো বেশি ভালো লাগছে। ’

দল ও ভক্তদের পরের সেঞ্চুরি উপহার দিতে লম্বা সময় নিতে চান না এ ডানহাতি ব্যাটসম্যান, ‘আশা করি এই মৌসুমে আরেকটা হবে, ইনশাআল্লাহ। ’

আগের ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলেছেন সাব্বির। ব্যাট হাতে দারুণভাবে জ্বলে উঠছেন জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান। লিগে ধারাবাহিকভাবে ভালো করে আত্মবিশ্বাস টেনে নিয়ে যেতে চান আন্তর্জাতিক ম্যাচেও, ‘রান সব সময় আত্মবিশ্বাস বাড়ায় যে কোনো খেলোয়াড়ের জন্যই। এটা যদি আমি নিয়মিত করতে পারি তাহলে আন্তর্জাতিক ম্যাচেও অনেক বেশি আত্মবিশ্বাস পাবো। আসলে রান সব জায়গাতেই গুরুত্বপূর্ন। সেটা ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি যে ফরম্যাটেই হোক না কেন। আমি সব সময় নিজের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করি। প্রথম দুটি ম্যাচে করতে পারিনি। তৃতীয় ও চতুর্থ ম্যাচে নিজের শক্তি নিয়ে খেলেছি। ইনশাল্লাহ, পরবর্তী ম্যাচগুলো এভাবেই খেলবো। ’

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।