ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

সেঞ্চুরির পথে এনামুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, অক্টোবর ২, ২০১৬
সেঞ্চুরির পথে এনামুল এনামুল হক বিজয়-ছবি:সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন খুলনা বিভাগের ক্রিকেটার এনামুল হক বিজয়। বরিশাল বিভাগের বিপক্ষে ওই ম্যাচে মাত্র ২ রানে শেষ হয়েছিল ইনিংসটি।

তবে পরের ম্যাচেই স্বরুপে ফিরলেন এ ডানহাতি ওপেনার।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম দিন শেষে ৮৪ রানে অপরাজিত আছেন এনামুল।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করা খুলনা এনামুল হক বিজয়ের ৮৪ ও মোসাদ্দেক ইফতেখারের অপরাজিত ৭১ রানের ইনিংসে ভর করে এক উইকেট হারিয়ে তুলেছে ১৭২ রান। বৃষ্টির কারণে ৫০.৫ ওভার খেলা হয়েছে ম্যাচের প্রথম দিন।

আগে ব্যাটিংয়ে নেমে ১০ রান তুলতেই মেহেদি হাসানের (৮) উইকেট হারায় খুলনা। পেসার শাহাদাত হোসেন রাজিবের বলে জাহিদুজ্জামানের হাতে ক্যাচ দেন তরুণ ওপেনার।

দ্বিতীয় উইকেটে ১৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে খুলনাকে ভালো অবস্থানে নিয়ে যান এনামুল ও ইফতেখার।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।