ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

আবহাওয়ার সুফল নিতে চান মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, অক্টোবর ১৯, ২০১৬
আবহাওয়ার সুফল নিতে চান মুশফিক ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভালো খেলার পাশাপাশি আবহাওয়ার সুফল নিতে চান মুশফিকুর রহিম। বুধবার (১৯ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন অভিমত ব্যক্ত করেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামবে দু’দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় খেলা শুরু হবে। দ্বিতীয় টেস্ট মিরপুরে ২৮ অক্টোবর থেকে।

মুশফিকের মতে, ‘খুব গরম পড়লেও আবহাওয়াটা আমাদের চেয়ে ইংল্যান্ডের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে। যদিও প্রায় ২০ দিন ধরে তারা এদেশে আছে। তবুও এই আবহাওয়ার কারণে সারাদিন এক নাগাড়ে খেলা তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আমরা তাদের জন্য প্রতিকূল আবহাওয়ার এই সর্বোচ্চ সুবিধাটা নিতে চাই। ’

বাংলাদেশে আসার পর থেকে স্বাগতিক দলের পাশাপাশি গরম আবহাওয়াটাকেও নিজেদের প্রতিপক্ষ ভেবে আসছিল ইংলিশরা। প্রস্তুতি ম্যাচে গরমের কাছে তাদের নাকাল হওয়ার দৃশ্য দেখা গেছে। এবার মূল ম্যাচেও যদি আবহাওয়ার কারণে সফরকারীরা ভোগে, তাহলে এর পুরো সুবিধা নিতে পারবেন তো সাকিব-মুশফিকরা?

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ১০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।