ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

দ্বিতীয় ম্যাচেও খেলছেন না রায়না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, অক্টোবর ১৯, ২০১৬
দ্বিতীয় ম্যাচেও খেলছেন না রায়না ছবি:সংগৃহীত

ঢাকা: ভাইরাসজনিত জ্বরের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি সুরেশ রায়না। ভাবা হয়েছিল সুস্থ হয়ে ফিরবেন দ্বিতীয় ম্যাচে।

কিন্তু তেমনটা হচ্ছে না। এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় দ্বিতীয় একদিনের ম্যাচেও খেলতে পারছেন না এই ভারতীয় ব্যাটসম্যান।

ইতোমধ্যে ভারত অবশ্য প্রথম ম্যাচ জিতে নিয়েছে। ১০১ বল বাকি থাকতে ৬ উইকেটের  জয় তুলে নেয়  স্বাগতিকরা। প্রথম ম্যাচে দুই উইকেট নেওয়া কেদার যাদব থাকছেন দলে।

মঙ্গলবার কোটলার নেটে অনেকক্ষণ অনুশীলন করেন রায়না। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় খেলতে পারবেন না এ বাঁহাতি। ম্যাচের জন্য ফিট নন তিনি। এদিন দীর্ঘক্ষণ নেটে ব্যাট করেন অধিনায়ক ধোনি। পরে ফিল্ডিং নিয়েও নানা পরীক্ষা-নিরিক্ষা করেন ধোনি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।