ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

মিরাজেই স্বপ্ন দেখছে বাংলাদেশ

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, অক্টোবর ২০, ২০১৬
মিরাজেই স্বপ্ন দেখছে বাংলাদেশ ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চট্টগ্রাম টেস্টে স্পিন সহায়ক উইকেট হচ্ছে এটি অনুমিতই ছিল। কেননা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ১৪ সদস্যের স্কোয়াডে দুই জন মাত্র পেসার।

প্রথম দিনের খেলা শেষে মনে হতে পারে স্পিনার আরও একজন  বাড়িয়ে পেসার একজন কমিয়ে দিলেই বুঝি ভালো হতো!

অফস্পিনার মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিংয়ের পর এমনটা মনে হতেই পারে। অভিষেক টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট তুলে নিয়ে অনেকটাই কোনঠাসা রেখেছেন ইংলিশ শিবিরকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিন শেষে সাত উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে সফরকারীরা। মিরাজের পাঁচ উইকেটের দিনে সাকিব আল হাসান নিয়েছেন অপর দুটি উইকেট।

উইকেট এতটাই স্পিন সহায়ক যে সাব্বির রহমান, মুমিনুল হককে দিয়েও বোলিং করিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। বল হাতে নেননি কেবল তামিম-ইমরুল-মুশফিক।

দলের দুই পেসার শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি মিলে করলেন ১৭ ওভার। কার্তিকের তপ্ত রোদে এ দুই পেসারের প্রায় দ্বিগুন ৩৩ ওভার বোলিং করেন মিরাজ। ৬টি মেডেনে রান দিয়েছেন মাত্র ৬৩।

দিন শেষে ধারাভাষ্যকার প্রশ্নটা করেই বসলেন, ৩৩ ওভার বোলিংয়ের পর ক্লান্ত কিনা-মিরাজ হেসে উত্তর দিলেন, ‘ঘরোয়া লংগার ভার্সন ক্রিকেটে টানা বোলিং করার অভ্যাস আছে। তাই আমি ক্লান্ত নই। ’ অভিষেকে এমন উজ্জল পারফরম্যান্সের পর ক্লান্তি কী নাগাল পায় মিরাজের?

জানুয়ারিতে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে মিরাজ প্রমাণ করেছিলেন নিজেকে। টিম ম্যানেজমেন্ট তাকে টেস্ট খেলানোর জন্য রাখেনি ওয়ানডে স্কোয়াডে। মিরাজকে ঘিরে সব পরিকল্পনাই কাজে লাগছে। টেস্টে ইংল্যান্ড-বধে টিম ম্যানেজমেন্টের সব পরিকল্পনা কাজে লাগলে চট্টগ্রাম টেস্টে সুফল পেতেও পারে বাংলাদেশ। এমন স্বপ্নের ভিত প্রথম দিনেই গড়ে দিয়েছেন মিরাজ।  

বাংলাদেশের উদীয়মান এই স্পিন অলরাউন্ডারের বোলিং দেখে টুইট করেছেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টুইটবার্তায় তিনি লেখেন, ‘এই অফস্পিনারটা খুবই ভালো। মেহেদী হাসান। ’ টেস্ট ক্রিকেটের সেরা এ বোলারের প্রশংসায় হয়তো আরও উজ্জীবিত হবেন মিরাজ। বাংলাদেশ এগিয়ে যাবে আরও সামনে। ওয়ানডের মতো টেস্টে বদলে যাবে বাংলাদেশ তার আভাস যেন পাওয়া গেল চট্টগ্রাম টেস্টের প্রথম দিন; তারুণ্যদীপ্ত মিরাজের হাত ধরে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২০ অক্টোবর, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।