ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

‘বেয়ারস্টোর উইকেটটাই সেরা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, অক্টোবর ২০, ২০১৬
‘বেয়ারস্টোর উইকেটটাই সেরা’ ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: বেন ডাকেট থেকে গ্যারি ব্যালান্স। এরপর জো রুট, মঈন আলী ও জনি বেয়ারস্টোকে দিয়ে শেষ।

বলতে গেলে ইংল্যান্ড দলের মেরুদণ্ডটাই ধসে গেছে বাংলাদেশ ‘টিএনএজারের’ কাছে। এর মধ্যে সেরা উইকেট কোনটা? দ্বন্দ্বে পড়ে যাবার মতো প্রশ্ন।

তবে যিনি আউট করেছেন সেই মেহেদী হাসান মিরাজের কাছে স্পেশাল জনি বেয়ারস্টোর উইকেটটাই। এটা দিয়েই অভিষেকেই ৫ উইকেটের ক্লাবে ঢুকে গিয়েছেন বলেই শুধু নয়। কারণ আছে আরও। মিরাজ নিজেও বুঝতে পারেননি বেয়ারস্টোকে আউট করার সেই বলটা অন্যরকম বৈচিত্র মিশে থাকলো কেনো?

সংবাদ সম্মেলনে তাকে পাঁচটির মধ্যে সেরা উইকেট কোনটি জানতে চাইলে বলেন, ‘বেয়ারস্টোকে বোল্ড করাটাই। ’ তারপর হেসে হেসে বললেন, ‘আমি নিজেও বুঝিনি টার্ন না করে এভাবে সোজা গেল কেনো? সেও (বেয়ারস্টো) বোঝেনি’। মিরাজের এই কথা শুনে সংবাদ সম্মেলনেও হাসির রোল।

মিরাজকে কথা বলতে হলো নতুন বলে বোলিং শুরু করা নিয়েও। যদিও নতুন বলে বোলিং করার অভিজ্ঞতা তার বেশ পুরোনোই, ‘আমি বয়সভিত্তিক ১৫, ১৭ ও ১৯ পর্যায়ে নতুন বলে বোলিং করেছি। সুতরাং আমার জন্য এটা নতুন নয়। তাই মানিয়ে নিতে কষ্ট হয়নি আমার। ’

মিরাজের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ইংলিশদের সংগ্রহ সাত উইকেটে ২৫৮। বাকি দু’টি নিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।