ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

অজিদের দল ঘোষণা, ফিরলেন খাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, অক্টোবর ২৮, ২০১৬
অজিদের দল ঘোষণা, ফিরলেন খাজা ছবি:সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটির জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর এই দলে ফিরেছেন টপঅর্ডার ব্যাটসম্যান উসমান খাজা।

এছাড়া নেওয়া হয়েছে এখন পর্যন্ত সাদা পোশাকে না খেলা পেসার জো মেনিকে।

ইনজুরি থেকে ফিরে এই সিরিজে অজি দলের মূল পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মিচেল স্টার্ক। ফিরেছেন অভিজ্ঞ বোলার পিটার সিডলও। আর নিজের জায়গা ধরে রেখেছেন জস হ্যাজেলউড।

আগামী ৩ নভেম্বর পার্থে প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। ১২ নভেম্বর হোবার্টে হবে দ্বিতীয় টেস্ট। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে। তৃতীয় টেস্টটি দিবা-রাত্রির ম্যাচ হবে।

প্রথম দুই টেস্টর জন্য অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহঅধিনায়ক), জস হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিয়ন, মিচেল মার্শ, শন মার্শ, জো মেনি, পিটার নেভিল, পিটার সিডল, মিচেল স্টার্ক, অ্যাডাম ভোজেস।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।