ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিপিএলে অনিশ্চিত এবাদত হোসেন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, অক্টোবর ৩১, ২০১৬
বিপিএলে অনিশ্চিত এবাদত হোসেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রবি ফাস্ট বোলার হান্ট থেকে উঠে আসা এবাদত হোসেন জ্বরে আক্রান্ত জয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে বিপিএলের শুরু থেকে এই পেসারকে দলে পাচ্ছে না রাজশাহী কিংস।


 
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘এবাদত জ্বরে ভুঁগছে। শারীরিক দুর্বলতা রয়েছে তার। বিপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচ তার খেলা হবে না। এছাড়া এবাদতের সাইড স্ট্রেইনের চোট ছিল। তবে জ্বরের কারণেই বিপিএলে তাকে খেলানো হবে না। ’

বিসিবির এ চিকিৎসক জানান, এবাদত ছাড়া অন্য কোনো ক্রিকেটারের বিপিএলে খেলতে সমস্যা নেই। বিসিবির চুক্তিবদ্ধ সব ক্রিকেটারই ফিট আছেন।

জাতীয় লিগের ম্যাচে ইনজুরিতে পড়া পেসার মোহাম্মদ শহীদ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস এখন পুরোপুরি ফিট বলেও জানান দেবাশীষ চৌধুরী।

আগামী ০৪ নভেম্বর শুরু হবে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বিপিএল। এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।