ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

শততম টেস্টে ক্রেমারের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, নভেম্বর ১, ২০১৬
শততম টেস্টে ক্রেমারের সেঞ্চুরি ছবি:সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির মাধ্যমে শ্রীলঙ্কার ৫৩৭ রানের পাহাড়সম লিডের পর জিম্বাবুয়ের হয়ে ফলোঅন এড়ালেন গ্রায়েম ক্রেমার। দলটির শততম টেস্টে দুর্দান্ত এ সেঞ্চুরির পর তৃতীয় দিনে স্বাগতিকরা ৩৭৩ রানে অলআউট হয়েছে।

১৬৯ রানের লিড নিয়েছে লঙ্কানরা।   

হারারে স্পোর্টস ক্লাবে আগের দিনে এক উইকেটে ৮৮ রান করা জিম্বাবুয়ে তৃতীয় দিন দেড়শ রানের আগেই ছয় উইকেট হারিয়ে ফেলে। তবে সপ্তম উইকেট জুটিতে পিটার মুর ও ক্রেমার দারুণ এক জুটি গড়ে দলকে উদ্ধার করেন। মুর ৮৪ বলে ৭৯ রান করেন। কিন্তু ১০২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মুর।

লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান সুরাঙ্গা লাকমাল ও রঙ্গনা হেরাথ। দুটি উইকেট পান পেরেরা। আর একটি করে উইকেট লাভ করেন কুমারা ও মেন্ডিস।

শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে কোনো উইকেট না হারিয়ে পাঁচ রান করে মাঠ ছেড়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।