ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল হোবার্ট টেস্টের দ্বিতীয় দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৮, নভেম্বর ১৩, ২০১৬
বৃষ্টিতে ভেসে গেল হোবার্ট টেস্টের দ্বিতীয় দিন বিৃষ্টির কারণে অবসর সময় কাটাচ্ছে অজি ক্রিকেটাররা-ছবি:সংগৃহীত

ভারী বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে এবারই প্রথম এই মাঠে কোনো দিনের পুরো খেলা নষ্ট হলো।

ঢাকা: ভারী বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে এবারই প্রথম এই মাঠে কোনো দিনের পুরো খেলা নষ্ট হলো।

ফলে প্রথম দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৭১ রান করা দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিন ‍আবারও ব্যাটিংয়ে নামবে। যেখানে ৩৮ রানে অপরাজিত আছেন তেম্বা বাভুমা। অন্যপ্রান্তে ২৮ রানে আছেন কুইন্টন ডি কক।

এর আগে স্বাগতিক অজিরা ৮৫ রানে সবকটি উইকেট হারালে প্রথম দিন শেষেই ৮৬ রানের লিড পায় প্রোটিয়ারা।

এদিকে আবাহাওয়ার সংকেত অনুযায়ী ম্যাচের তৃতীয় দিনও কিছুটা বৃষ্টি শঙ্কা থাকতে পারে। তবে চতুর্থ ও পঞ্চম দিন আবারও বৃষ্টি মুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন আধা ঘণ্টা আগে খেলা শুরু হবে।

তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে দ.আফ্রিকা ১-০তে এগিয়ে আছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।