ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

অজিদের বিপক্ষে ব্যাটিংয়ে নামলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, জুন ২, ২০১৭
অজিদের বিপক্ষে ব্যাটিংয়ে নামলো নিউজিল্যান্ড ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনের হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি নিউজিল্যান্ড। বার্মিংহামের এজবাস্টনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেনিংয়ে মার্টিন গাপটিলের সঙ্গী লুক রনকি।

বৃহস্পতিবার (১ জুন) লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় স্বাগতিক ইংল্যান্ড। টাইগারদের ছুঁড়ে দেওয়া ৩০৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট ১৬ বল হাতে রেখে টপকে যায় ইংলিশরা।

বৃথাই যায় তামিম ইকবালের সেঞ্চুরি।  ১৩৩ রানের অপরাজিত ইনিংসে পুরো আলোটা নিজের করে নেন জো রুট।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, লুক রনকি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, নেইল ব্রম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ময়েজেস হেনরিক্স, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, জন হ্যাস্টিংস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।