ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

সিপিএলে মিরাজের অপেক্ষা বাড়লো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৭, আগস্ট ৫, ২০১৭
সিপিএলে মিরাজের অপেক্ষা বাড়লো সিপিএলে মিরাজের অপেক্ষা বাড়লো-ছবি:সংগৃহীত

পর্দা উঠেছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পঞ্চম আসরের। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ত্রিনবাগো নাইট রাইডার্স ও সেন্ট লুসিয়া স্টার্স। ত্রিনবাগোর হয়ে এবারের লিগে খেলতে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তবে প্রথম ম্যাচে সুযোগ পাননি তিনি।

আসরের প্রথম ম্যাচ দিয়ে মিরাজের অভিষেকের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। যার ফলে ১৯ বছর বয়সী এ অলরাউন্ডারকে তার সিপিএল যাত্রা শুরুর জন্য আরো কয়েকটা দিন অপেক্ষায় থাকতে হচ্ছে।

এদিকে মিরাজের দল অবশ্য প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে শুভসূচনা করেছে। প্রথমে ব্যাট করা সেন্ট লুসিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয় পায় ত্রিনবাগো। সেন্ট লুসিয়া নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের হয়ে কেউই ৩০ রানের কোটা পেরোতে পারেননি। পাকিস্তানি লেগস্পিনার শাহদাব খান ১৫ রানের বিনিময়ে দুটি উইকেট নেন।

জবাবে ১০.৪ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বলিউড অভিনেতা শাহরুখ খানের মালিকানার দল ত্রিনবাগো। নিউজিল্যান্ডের কলিন মুনরো ৬৬ রানে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে সাবেক কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম ৫৮ রানে অপরাজিত থাকেন।

তবে ম্যাচ সেরার পুরস্কার পান শাহদাব খান।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ০৫ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।