ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

সুজনকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৪, আগস্ট ৫, ২০১৭
সুজনকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে সুজনকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে-ছবি:সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে ইতোমধ্যে হাসপাতালের আইসিইউ থেকে সাধারণ কেবিনে নেওয়া হয়েছে। এমনটি জানিয়েছেন, বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের গ্রিনঈগলস হাসপাতালে রয়েছেন সুজন। এ ব্যাপারে রাবিদ ইমাম আরও জানান, সুজন এখন বেশ সুস্থ আছেন।

আর আশা করা হচ্ছে দ্রুতই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে।

এর আগে সুজনকে গত সোমবার (৩১ জুলাই) উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাতে সিঙ্গাপুর নেওয়া হয়।

গত শনিবার (২৯ জুলাই) গভীর রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয় জাতীয় দলের সাবেক দলপতি এবং বোর্ড পরিচালক সুজনকে। সেখানে তার কোনো উন্নতি না হওয়ায় পরদিন ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আরও সংকটাপন্ন হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আরও উন্নত চিকিৎসার জন্য বিসিবি থেকে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ০৫ আগস্ট, ২০১৭
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।