ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

দিনভর ঘাম ঝরানো অনুশীলনে টাইগাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, আগস্ট ৫, ২০১৭
দিনভর ঘাম ঝরানো অনুশীলনে টাইগাররা দিনভর ঘাম ঝরানো অনুশীলনে টাইগাররা। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজের আগে অনুশীলনের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা।  শনিবার দিনভর ঘাম ঝরানো অনুশীলনে মেতেছিলেন তারা।

বোলাররা উইকেট আর ফিল্ডিং প্রাকটিসে ব্যস্ত সময় পার করেছেন।  অনুশীলনে নেমে ব্যাটে ঝড় তুলেছেন ব্যাটসম্যানরা।

নিজেদের পারফরম্যান্স যাতে আরও নিঁখুত হয়, সেই চেষ্টা ছিল সবার মধ্যে।

শনিবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে চলে এই অনুশীলন। বাংলাদেশ ক্রিকেট দলের ২৯ সদস্য অনুশীলনে অংশ নেন। দিনভর ঘাম ঝরানো অনুশীলনে টাইগাররাঅনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বোলার তাসকিন আহমেদ।  তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট টিমকে একটি ভালো টিম হিসেবে উল্লেখ করেন।

তাসকিন বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো কিছু করতে পারলে বিশ্বে বাংলাদেশের সম্মানজনক অবস্থান তৈরি হবে।  ভবিষ্যতে যেসব সিরিজ অপেক্ষায় আছে সেগুলোর জন্য কনফিডেন্স তৈরি হবে। টেস্ট ক্রিকেট খুব কঠিন জায়গা।  সব কন্ডিশনই কঠিন। যারা ফার্স্ট বোলার তাদের জন্য আরও কঠিন।   ভালো কিছু করতে হলে খেলোয়ারদের ধৈর্য্য দরকার।   সেটা বিবেচনায় নিয়ে চলমান যে অনুশীলন সেটাকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। ’দিনভর ঘাম ঝরানো অনুশীলনে টাইগাররা

এর আগে শুক্রবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যরা চট্টগ্রামে এসে পৌঁছান।  

সূচি অনুযায়ী ১৮ আগস্ট ঢাকা আসবে অস্ট্রেলিয়া দল।  ২২ আগস্ট থেকে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা।

২৭ আগস্ট থেকে শুরু হবে মূল সিরিজ।  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।  ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।