ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ব্যাট হাতে ব্যর্থ সৌম্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১১, আগস্ট ২৭, ২০১৭
ব্যাট হাতে ব্যর্থ সৌম্য ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। অপেক্ষার পালা শেষ হলো। মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।

দলের ওপেনিং ভূমিকায় নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন সৌম্য সরকার।

ওপেনিং জুটি ভাঙে দলীয় ১০ রানের মাথায়। ব্যক্তিগত ৮ রানে প্যাট কামিন্সের বলে স্লিপে ক্যাচ দেন সৌম্য।  

টেস্ট খেলুড়ে অন্য সব দলের বিপক্ষে বাংলাদেশ বেশ কয়েকটি টেস্ট খেললেও, হরহামেশা সুযোগ হয় না অজিদের বিপক্ষে খেলার। ফলে ২০০০ সালে সাদা পোশাকে টাইগারদের অভিষেক হলেও এখন পর্যন্ত ক্যাঙ্গারুদের বিপক্ষে মাত্র দুটি সিরিজই খেলা হয়েছে। যেখানে চারটি টেস্টেই থামতে হয়।

এর ফলে আভিজাত্য অস্ট্রেলিয়ার বিপক্ষে গত চারটি টেস্টে ড্র পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ। তবে ১১ বছর আগের সেই সর্বসেরা অজিদের ঠিকই কাঁপিয়ে দিয়েছিলো হাবিবুল বাশারের নেতৃত্বে বাংলাদেশ। আর এবারের চিত্রটা আরও ভিন্ন। এবারের অস্ট্রেলিয়া টিম আগের থেকে অনেক সাদামাটা। পাশপাশি বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফটা অনেক ওপরে। ফলে লড়াইটা হাড্ডাহাড্ডিই হওয়ার কথা। বাংলাদেশের কোচ থেকে শুরু করে অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটাররা তো এই সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশের কথাই বলেছেন। যদিও এমন মন্তব্যে বেশ বিস্মিত অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

বাংলাদেশি তারকাদের আত্মবিশ্বাসে অবশ্য বিশ্বাসী এ দেশের কোটি সমর্থকরা। তাই টাইগাররা যদি আরেকবার গর্জে ওঠে, তবে জয় হয়তো সময়ের ব্যাপারই হবে।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
এমএমএস/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।