ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

দুর্ভাগ্যজনক স্ট্যাম্পিংয়ের ফাঁদে সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, সেপ্টেম্বর ৪, ২০১৭
দুর্ভাগ্যজনক স্ট্যাম্পিংয়ের ফাঁদে সাব্বির ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রানে ফেরা সাব্বির রহমানের ইনিংস থামলো ৬৬ রানে। দুর্ভাগ্যজনকভাবে স্ট্যাম্পিংয়ের শিকার হয়েছেন। আউট হওয়ার আগে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ১০৫ রানের ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে দিয়ে যান সাব্বির।

থার্ড আম্পায়ার রিপ্লেতে উইকেটে দাগে পা থাকা নিয়ে কিছুটা অস্পষ্টতা ছিল। শেষ পর্যন্ত আউটের সিগন্যাল দিয়েছেন টিভি আম্পায়ার আলিম দার।

টার্ন করে লেগ সাইডে নাথান লায়নের আচমকা লাফিয়ে ওঠা বল মারতে গিয়ে পায়ের ব্যালেন্স ধরে রাখতে পারেননি সাব্বির।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮৪ ওভার শেষে ছয় উইকেটে ২৩২। মুশফিক ৫৪ ও নাসির হোসেন ৬ রানে ব্যাট করছেন।

রান খরা কাটিয়ে ছন্দে ফেরেন সাব্বির। পূরণ করেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট অর্ধশতক। দলীয় ১১৭ রানে সাকিব আল হাসানকে হারানোর ধাক্কা সামলে মুশফিক-সাব্বিরের শতরানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিক শিবির। অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে চ্যালেঞ্জিং স্কোরে চোখ রাখছে টাইগাররা। সাব্বিরের পর ১৮ নম্বর টেস্ট ফিফটি তুলে নেন মুশফিক।

সাকিব ব্যক্তিগত ২৪ রানে বিদায় নেন। অ্যাশটন অ্যাগারের ডেলিভারি ব্যাট ছুঁয়ে ম্যাথু ওয়েডের গ্লাভসে আটকা পড়ে। মুশফিকের সঙ্গে সাকিবের জুটি থামে ৩২ রানে। তার আগে উইকেটে সেট হয়ে এলবিডব্লুর শিকার হয়েছেন একাদশে ফেরা মুমিনুল হক (৩১)। ৮৫ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে।  

সৌম্য-মুমিনুল জুটিতে ৭০ রানে তিন উইকেট নিয়ে প্রথম সেশন শেষ হয়। মধ্যাহ্ন বিরতির (৩০তম) ওভারে আউট হয়ে যান সৌম্য সরকার। উইকেটে থিতু হয়ে রানে ফেরার ইঙ্গিত দিলেও বেশিদূর যেতে পারেননি। ৮১ বল মোকাবেলায় ৩৩ রান করে লায়নের তৃতীয় এলবিডব্লুর শিকার হন। তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে হারানোর প্রাথমিক ধাক্কা সামলে মুমিনুলের সঙ্গে সৌম্যর পার্টনারশিপে আসে ৪৯।

ফর্মের তুঙ্গে থাকা তামিমকে (৯) দশম ওভারের মাথায় এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাথান লায়ন। হোম ভেন্যুতে ঢাকা টেস্টের দুই ইনিংসেই (৭১ ও ৭৮) অর্ধশতকের পুনরাবৃত্তি টানতে পারলেন না দেশসেরা ওপেনার।

আবারো ব্যর্থতার পরিচয় দিয়েছেন ইমরুল (৪)। দলীয় ২১ রানের মাথায় লায়নের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। আম্পায়ার এলবিডব্লুর আবেদনে সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় অস্ট্রেলিয়া। ঢাকা টেস্টে ইমরুলের ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অজিদের ২-০ তে সিরিজ হারানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার শফিউল ইসলামের জায়গায় ফিরেছেন টপঅর্ডার ব্যাটসম্যান মুমিনুল।

চাপের মুখে থাকা অজি টিমে দু’টি পরিবর্তন। বাদ পড়েছেন ওসমান খাজা। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন পেসার হ্যাজলউড। দু’জনের পরিবর্তে খেলবেন হিল্টন কার্টরাইট ও হ্যাজলউডের অভাব পূরণে ডাক পাওয়া স্পিন অলরাউন্ডার স্টিভ ও’কিফ।

মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে লিড নেয় টিম বাংলাদেশ। পাঁচবারের দেখাতেই অজিদের প্রথমবার টেস্টে হারিয়ে নতুন উচ্চতায় পা রাখে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশো, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, হিলটন কার্টরাইট, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, স্টিভ ও’কিফ, নাথান লায়ন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।