ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

মেয়েদের প্রিমিয়ার লিগে ইন্দিরা রোডের লজ্জা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, সেপ্টেম্বর ২৪, ২০১৭
মেয়েদের প্রিমিয়ার লিগে ইন্দিরা রোডের লজ্জা ছবি: সংগৃহীত

দুই অঙ্ক চোখে দেখা হলো না কোনো ব্যাটসম্যানেরই। টপ অর্ডারের রীতা সাহার ৭ রানই যা ইন্দিরা রোড ক্রীড়া চক্রের ইনিংসে সবেধন নীলমনি হয়ে থাকলো। দ্বিতীয় সর্বোচ্চ ৩ করে থলিতে পুড়তে সক্ষম হলেন হোমায়রা ও সাদিয়া।

চার ব্যাটসম্যান ফিরলেন একেবারে শূন্য হাতে। ৩৪ ওভার শেষে সব ব্যাটসম্যান মিলে সংগ্রহ করলেন মাত্র ১৭ রান।

অতিরিক্ত ১৪ রান যোগ হওয়ায় টেনেটুনে ৩১ রান পর্যন্ত ইনিংস বাড়াতে পারলো ইন্দিরা রোড।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেএসপির চার নম্বর মাঠে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে এমনই লজ্জার এক ইনিংস উপহার দিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্র।

জবাবে ৩২ রানের সহজ লক্ষ্য খেলাঘর সমাজ কল্যান সমিতি টপকে গেছে ৮.৩ ওভারে, বিনা উইকেট। ১০ উইকেটের বিশাল এই জয়ে রুবাইয়া হায়দার ১৩ ও একা মল্লিক ৭ রানে অপরাজিত ছিলেন। বাকি ১২টি রানই এসেছে অতিরিক্ত।

এর আগে খেলাঘরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে দ্রুত উইকেট হারানো ইন্দিরা রোড কৌশল বদলে ধীর গতিতে খেলা শুরু করে। ওপেনার হালিমাতুল সাদিয়া ৬৭ বলে খেলেন ৩ রানের মহাধৈর্যশীল এক ইনিংস। সর্বোচ্চ রান সংগ্রাহক রিতা সাহা ৭ রান তুলতে খেলেছেন ৩৬টি বল।

খেলাঘরের হয়ে বল হাতে রিতু মনি ও রেনু যাদব চারটি করে উইকেট পেয়েছেন। একটি করে নিয়েছেন লাবনী ও জেসমিন।

দিনের অপর ম্যাচে ২০০ রান করা রুপালী ব্যাংক ২ রানে জিতেছে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।