ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ক্রিকেট

ফেনীতে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, নভেম্বর ২৮, ২০১৭
ফেনীতে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

ফেনী: প্রায় পাঁচ বছর পর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফেনীতে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনীর পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকার ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক মো. সাহেদ উদ্দিন মিল্লাত।

এসময় জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাইফুর রহমান সাইফু, কার‌্যনির্বাহী সদস্য আবদুল আজিজ চৌধুরী, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, আবদুল মোতালেব চৌধুরী হুমায়ুন, বাহার উদ্দিন বাহার, মো. আজম চৌধুরী, জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, গোলাম রাব্বানী, এম সফিকুল হোসেন মহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আয়োজিত ক্রিকেট লিগে সাতটি গ্রুপে ২৮টি দল অংশ নেবে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসএইচডি/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।