ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

টাইগারদের দল ঘোষণা, ফিরলেন ইমরুল-রুবেল-তাসকিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
টাইগারদের দল ঘোষণা, ফিরলেন ইমরুল-রুবেল-তাসকিন ফিরলেন ইমরুল, রুবেল, তাসকিন-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীলঙ্কার মাটিতে ভারতকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্ট ‘নিদাহাস ট্রফি’কে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে না উঠলেও সাকিব আল হাসানকেই দলের অধিনায়ক করা হয়েছে।

দলে ফিরেছেন ইমরুল কায়েস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও আবু হায়দার রনি। সর্বশেষ বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজে ছিলেন না এই ক্রিকেটাররা।

এদিকে শেষ সিরিজ থেকে আসছে টুর্নামেন্টে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন ও জাকির হাসান। আফিফ ও জাকিরের আবার ঐ সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি ও আরিফুল হক।

আগামী ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের মোকাবিলা করবে টিম ইন্ডিয়া। দু’দিন পর বিরাট কোহলিদের চ্যালেঞ্জ জানাবে টাইগাররা।

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ১৮ মার্চ। একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এক নজরে দেখে নিন কবে কোন ম্যাচ থাকছে:

৬ মার্চ (মঙ্গলবার) – শ্রীলঙ্কা বনাম ভারত

৮ মার্চ (বৃহস্পতিবার) – বাংলাদেশ বনাম ভারত

১০ মার্চ (শনিবার) – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

১২ মার্চ (সোমবার) –শ্রীলঙ্কা বনাম ভারত

১৪ মার্চ (বুধবার) – বাংলাদেশ বনাম ভারত

১৬ মার্চ (শুক্রবার) – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

১৮ মার্চ (রোববার) – ফাইনাল

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।