ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

আফগানদের বিপক্ষে ওয়ানেডে সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, মার্চ ২১, ২০১৮
আফগানদের বিপক্ষে ওয়ানেডে সিরিজ খেলবে বাংলাদেশ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলতি বছরের মে-জুনে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপিতে কোনো ম্যাচ নেই বাংলাদেশের। ফলে টাইগারদের এই ফাঁকা সূচিকে কাজে লাগাতে চায় আফগানিস্তান। এর আগে এ নিয়ে গুঞ্জন হলেও, এবার জানা গেল আসছে জুনেই ওডিআই সিরিজ খেলবে দু’দল।

তবে সীমিত ওভারের এই সিরিজটি বাংলাদেশের মাটিতে নয়, অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের দেরাদুনে। যেখানে জুনের প্রথম সপ্তাহেই তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে পাওয়া প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র। তিনি বাংলানিউজকে জানান, সিরিজ খেলতে বিসিবি রাজি হয়েছে। তবে এখনও সূচি নিশ্চিত হয়নি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরই ১৪ জুন নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট খেলতে মাঠে নামবে আফগানরা। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলবে নবী-রশিদরা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৮
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।