ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

‘অধিনায়ক’ কোহলি সবার উপরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৪, অক্টোবর ১৪, ২০১৮
‘অধিনায়ক’ কোহলি সবার উপরে বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

আধুনিক ক্রিকেটে রেকর্ড বয় বলা হয় তাকে। আছেন টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে সবার উপরে। এবার সেই বিরাট কোহলি এশিয়ার অধিনায়ক হিসেবেও উঠে গেলেন শীর্ষে।

এশিয়ার টেস্ট খেলুড়ে দলগুলোর অধিনায়কদের মধ্যে বর্তমানে সর্বোচ্চ রানের মালিক কোহলি। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককে টপকে এ রেকর্ড গড়েন তিনি।

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান হায়দারাবাদ টেস্টের দ্বিতীয় দিন এশিয়ার মধ্যে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান কোহলি। এদিন ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। ৪১ ম্যাচে ৪ হাজার ১৮৮ রান নিয়ে খেলতে নামেন ভারতীয় অধিনায়ক।  

এ ম্যাচের আগে এশিয়ার মধ্যে সর্বোচ্চ রানের মালিক হিসেবে থাকা অধিনায়ক মিসবাহর রান ছিল ৫৬ ম্যাচে ৪ হাজার ২১৪ রান করেন তিনি। ৪৫ রানের ইনিংসের পর মিসবাহকে টপকে যান কোহলি।  

কোহলির বর্তমান রান ৪২ ম্যাচে ৪ হাজার ২৩৩। গড় ৬৫ দশমিক ১২। তবে এই তালিকায় বিশ্ব ক্রিকেটে অধিনায়কদের মধ্যে সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। ১০৯ ম্যাচে ৮৬৫৯ রান নিয়ে শীর্ষে আছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।