ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, অক্টোবর ২৬, ২০১৮
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন মাশরাফি- ছবি: উজ্জল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ শুক্রবার (২৬ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ।
 
বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

 একাদশে আছেন ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত আরিফুল হক, আবু হায়দার ও সৌম্য সরকার। বিশ্রামে রাখা হয়েছে ফজলে মাহমুদ, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানকে।

প্রথম দুটি ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ ঘড়ে তুলেছে মাশরাফির দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুধু নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের সামনে সুযোগ আছে হোয়াইট ওয়াশের। অপরদিকে জিম্বাবুয়ে চাইবে লজ্জার হোয়াইট ওয়াশ এড়াতে।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, আরিফুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, আবু হায়দার, মোহাম্মদ সাইফুদ্দীন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম।

জিম্বাবুয়ের একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, চিপহাস ঝুয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, শন উইলিয়ামস, পিটার মুর, ডোনাল্ড ট্রিপিয়ানো, কাইলি জারভিস, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা।

বাংলাদেশ সময়ঃ ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমকেএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।