ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

পৌনে একঘণ্টা ‘বিদ্যুৎহীন’ জহুর আহমেদ স্টেডিয়াম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৬, জানুয়ারি ২৬, ২০১৯
পৌনে একঘণ্টা ‘বিদ্যুৎহীন’ জহুর আহমেদ স্টেডিয়াম

চট্টগ্রাম: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব প্রথম ম্যাচে পৌনে একঘণ্টা ‘বিদ্যুৎহীন’ ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

শুক্রবার (২৫ জানুয়ারি) দিনের প্রথম সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংসের ম্যাচ চলাকালীন বিকেল ৪টা ২০ মিনিটে বিদ্যুৎ চলে যায়।

ওইসময় ইলেকট্রনিক স্কোরবোর্ড ও জায়ান্ট স্ক্রিন বন্ধ হয়ে যায়।

ফলে সমস্যায় পড়তে হয় ক্রিকেটার ও দর্শকদের। বিকেল ৫টা ৫ মিনিটের দিকে বিদ্যুৎ এলে স্বস্তি ফিরে আসে স্টেডিয়ামে।

খোঁজ নিয়ে জানা যায়, স্টেডিয়াম এলাকায় শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি  বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরে সেটি মেরামতের সময় বিদ্যুৎ সংযোগ চলে যায়।

স্টেডিয়ামের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। তবে জেনারেটর দিয়ে ড্রেসিংরুম, মিডিয়া সেন্টারসহ গুরুত্বপূর্ণ জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এসইউ/টিসি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।