ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

উইন্ডিজ-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
উইন্ডিজ-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত ছবি: সংগৃহীত

বৃষ্টিতে ভেসে গেল ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় ওয়ানডে। সেন্ট জর্জেসে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।

বৃষ্টির জন্য এক ঘণ্টার বেশি অপেক্ষার পর রোদ উঠলে টস করা হয়। যেখানে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

তবে ফের বৃষ্টি শুরু হলে দীর্ঘক্ষণ অপেক্ষার পর আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

পাঁচ ম্যাচ সিরিজে বর্তমানে ১-১ ব্যবধানে রয়েছে দু’দল। আগামী ২৭ ফেব্রুয়ারি এই ভেন্যুতেই চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।