ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

টি-টোয়েন্টি লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
টি-টোয়েন্টি লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয় দারুণ ব্যাট করে দলের জয়ে অবদান রাখেন রনি তালুকদার। ছবি: সংগৃহীত (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিকেএসপিকে ২৭ রানে হারিয়েছে তারা। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হওয়ায় ২০ ওভারের ম্যাচ ১০ ওভারে নামিয়ে আনা হয়।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে গাজী গ্রুপকে ঝড়ো সূচনা  এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও ওয়ালিউল করিম। ওয়ালিউল ১৮ বলে ২৫ রান করে দলীয় ৬২ রানে আউট হন।

আরেক ওপেনার রনি তালুকদার ১৬ বলে ৪১ রান করে দলীয় ৭০ রানের মাথায় আউট হন। এরপর সাজ্জাদুল ৮ বলে ২০, মায়শুকুর ১১ বলে ১৯ রানের ইনিংস খেললে ১০ ওভারে ৪ উইকেটে ১২৩ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ রানে মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বিকেএসপি। চতুর্থ উইকট জুটিতে ৭৯ রান যোগ করেন আমিরুল ইসলাম ও আকবর আলী। আকবর ২০ বলে ৪৩ রান করে দলীয় ৮৬ রানের সময় আউট হন। তবে গাজী গ্রুপের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি বিকেএসপি। আমিরুল ২৪ বলে ৩৪ ইনিংস খেলে অপরাজিত থাকলেও ৪ উইকেটে ৯৬ রানে থেকে যায় বিকেএসপি’র ইনিংস।

গাজী গ্রুপের রনি তালুকদার ম্যাচ সেরা হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
আরএআর/এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।