ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

হায়দরাবাদের একাদশে নেই সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৫, মার্চ ৩০, ২০১৯
হায়দরাবাদের একাদশে নেই সাকিব সাকিব আল হাসান- ছবি: সংগৃহীত

আইপিএলের চলতি মৌসুমে মাত্রই দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু প্রথম ম্যাচে সুযোগ পেলেও দ্বিতীয় ম্যাচের একাদশে নেই সাকিব আল হাসান। 

অধিনায়ক কেন উলিয়ামসন ফেরায় একজনকে জায়গা ছাড়তে হতোই। সেই একজন হতে পারতেন জনি বেয়ারস্টোও।

কিন্তু আগের ম্যাচে ৪২ রানে মাত্র ২ উইকেট নেওয়ায় জায়গা হারাতে হলো সাকিবকে।  

হায়দরাবাদের হয়ে এমন অভিজ্ঞতা অবশ্য সাকিবের জন্য এই প্রথম। আগের মৌসুমে সব ম্যাচেই মাঠে নেমেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু এবার দলে প্রতিদ্বন্দ্বিতা যেন একটু বেশিই। দলে আট বিদ্বেষী থাকলেও ৪ জনের ব্রশি নামার সুযোগ নেই।  

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ডেভিড ওয়ার্নার কিংবা আফগান লাই স্পিনার রশিদ খান বাদ পড়ার সুযোগ নেই বললেই চলে। অন্যদিকে কিউই ব্যাটসম্যান উইলিয়ামসন দলের অধিনায়ক হিসেবে একাদশে নিশ্চিত। ফলে বেয়ারস্টো আর সাকিবের মধ্যে একজনকে বাদ দিতেই হতো।

হারদরাবাদের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করছে রাজস্তান রয়্যালস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজস্তানের সংগ্রহ ১০.৪ বলে ১ উইকেট হারিয়ে ৮৩ রান।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।