ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বৃষ্টি আইন ও ক্রুনালে ভারতের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, আগস্ট ৫, ২০১৯
বৃষ্টি আইন ও ক্রুনালে ভারতের সিরিজ জয় ভারতের জয়। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রুনাল পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি বৃষ্টি আইনও সহায়তা করেছে ভারতকে।

রোববার (০৪ আগস্ট) আমেরিকার লডারহিলে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২২ রানে জয় পেয়েছে বিরাট কোহলির দল।

টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে ভারত।

যেখানে হাফসেঞ্চুরি করে বড় অবদান রাখেন রোহিত শর্মা। জবাবে ১৫.৩ ওভারে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ৯৮ রান করার পর বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। এরপর আর মাঠে গড়ায়নি খেলা। বৃষ্টি আইনে জয় পায় ভারত। আর এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ জিতে নেয় টিম ইন্ডিয়া।

ভারতের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মধ্যে দুই ওপেনার এভিন লুইস (০) ও সুনীল নারিনকে (৪) হারায় উইন্ডিজরা। তবে নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের ব্যাটে বেশ ভালোই সামলে ওঠে তারা। তাদের ৭৬ রানের জুটি থামে ক্রুনালের জোড়া ধাক্কায়। কায়রন পোলার্ড ৮ ও শিমরন হেটমায়ার ৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে, শিখর ধাওয়ান ও রোহিতের ৬৭ রানের উদ্বোধনী জুটি ভারতকে ভালো শুরু এনে দেয়। ধাওয়ান ২৩ রানে ফিরে গেলেও কোহলির সঙ্গে মিলে রোহিত গড়েন ৪৮ রানের জুটি। ৫১ বলে ৬ চার ও ৩ ছয়ে ইনিংস সেরা ৬৭ রান করে আউট হন রোহিত। কোহলি করেন ২৮ রান।  

ক্যারিবিয়ানদের হয়ে ওশানে থমাস ও শেলডন কোট্রেল দুটি করে উইকেট নেন। ক্রুনাল ৩.৩ ওভারে ২৩ রান দিয়ে দুটি উইকেট নেন। তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।  

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী মঙ্গলবার একই মাঠে।  

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।