ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

জিম্বাবুয়ের অপেক্ষায় বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, আগস্ট ৬, ২০১৯
জিম্বাবুয়ের অপেক্ষায় বিসিবি নিজামউদ্দিন চৌধুরী সুজন/ফাইল ছবি

সেপ্টেম্বরের শুরুতে স্বাগতিক বাংলাদেশসহ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বিলুপ্তির পর ত্রিদেশীয় সিরিজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জিম্বাবুয়ে আদৌ অংশ নেবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এদিকে জিম্বাবুয়ের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (আগস্ট ০৬) মিরপুরের বিসিবি কার্যালয়ে ত্রিদেশীয় সিরিজ নিয়ে বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, “আইসিসির এফটিপি’র সিডিউল অনুযায়ী বাংলাদেশে আফগানিস্তানের যে সফর হওয়ার কথা ছিল। সেখানে একটি টেস্ট ও ওডিআই কিংবা টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ের অনুরোধে একটা ত্রিদেশীয় সিরিজ করার সিন্ধান্ত নেওয়া হয় গত অাইসিসি মিটিংয়ে।

কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের ওপর নিষেধাজ্ঞার কারণে পরিস্থিতি পাল্টে গেছে। তাদের অংশগ্রহণ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। ”
 
তিনি আরও বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আমাদের কাছে সময় চেয়ে অনুরোধ করেছে। তারা বিষয়টা মিটমাট করে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। আমরা আশা করছি খুব শিগগিরই তাদের কাছ থেকে নিশ্চয়তা পাবো। তারপরও আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে। যদি জিম্বাবুয়ে আসতে না পারে তবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কন্টিনিউ করবে। ’
 
জিম্বাবুয়ে অংশ নিলে ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা পাবে কিনা সেই বিষয়ে সুজন বলেন, ‘স্ট্যাটাস নিয়ে কোনো সমস্যা নেই। তবে জিম্বাবুয়ে কোনো আইসিসি’র টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। ’
 
কবে জিম্বাবুয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সেই প্রসঙ্গে প্রধান নির্বাহী বলেন, ‘আমরা যতদূর জানি যে, জিম্ববুয়ে ক্রিকেট বোর্ড তাদের সরকারের সঙ্গে যোগাযোগ করছে এটা চালু রাখার জন্য। আমাদের সঙ্গে সবশেষ গতকাল (০৫ আগস্ট) কথা হয়েছে তাতে তারা পজিটিভলি এগোচ্ছে। আমরা আশা করছি আজ-কালের মধ্যে ওদের চূড়ান্ত সিদ্ধান্তটা জানতে পারবো। ’
 
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপাতত জিম্বাবুয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। মনের অজান্তেই হয়তো প্রশ্ন আসতেই পারে জিম্বাবুয়ে আসলে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটাকে ওয়ানডে সিরিজে পরিনত করা গেলে মাশরাফিকে দেশের মাটিতে বিদায় দেওয়া যেতে পারে।  

জিম্বাবুয়ের বিপক্ষেই ওয়ানডে অভিষেক হয়েছিল মাশরাফির। শেষটাও তথা বিদায়ী ম্যাচটাও একই দলের বিপক্ষে করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘এটা (ওয়ানডে সিরিজ) অপশনাল। এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বোর্ড টু বোর্ড। যদি আফগানিস্তান নিশ্চিত করে তবে টি-টোয়েন্টি সিরিজ নিয়েই এগিয়ে যাবো আমরা। ’
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।