ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই-চেন্নাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই-চেন্নাই ছবি:সংগৃহীত

আসছে আইপিএল ২০২০’র উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস। আর এ ম্যাচটি হয়ে থাকছে গত আসরের ফাইনালের পুনরাবৃত্তি। যেখানে ২০১৯ সালের রোমাঞ্চকর ফাইনালে ধোনিদের মাত্র এক রানে হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত শর্মার দল। আগামী ২৯ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

মুম্বই ইন্ডিয়ানস বনাম চেন্নাই সুপার কিংসের লড়াই দিয়ে শুরু হবে লিগের লড়াই। তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের মাত্র ১১ দিনের মধ্যেই আইপিএল খেলতে নামবে দলগুলো।

গ্রুপের ম্যাচগুলো আপাতত শুরু হচ্ছে। আর ১৭ মে গ্রুপ লিগের শেষ খেলা হবে ব্যাঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্সের। নকআউট পর্বের সূচি অবশ্য এখনও জানানো হয়নি। তবে ফাইনাল হবে ২৪ মে।

এবারের আইপিএলে গ্রুপ লিগে শনিবারে দুটোর পরিবর্তে একটা ম্যাচই খেলানো হবে। তবে রোববার দু’টি করেই ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু লিগের প্রথম ম্যাচ (২৯ মার্চ) এবং গ্রুপ লিগের শেষ ম্যাচ (১৭ মে) একটা করেই হবে। যেখানে গত আসরে ৪৪ দিনের বদলে এ বার লিগ পর্ব চলবে টানা ৫০ দিন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।