ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ঘরেই ফিটনেস নিয়ে কাজ করছেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, এপ্রিল ৫, ২০২০
ঘরেই ফিটনেস নিয়ে কাজ করছেন মাহমুদুল্লাহ ঘরেই ফিটনেস নিয়ে কাজ করছেন মাহমুদুল্লাহ/ছবি: ফেসবুক থেকে সংগৃহীতে

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সকল ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত। তাই ক্রিকেটাররা ঘরে অলস সময় পার করছেন। তবে এই সময়ে ক্রিকেটারদের বড় চ্যালেঞ্জ হলো ফিটনেস ধরে রাখা। আর সেটা নিয়েই কাজ করছেন ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি মাহমদুল্লাহ রিয়াদ। 

রোববার (৫ এপ্রিল) নিজের ফেসবুক পেজে ট্রেডমিলে জগিং করার ভিডিও পোস্ট করেছেন মাহমুদুল্লাহ।

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্রিকেটাররা যেন নিজেদের ফিটনেস ঠিক রাখে সে জন্য গত বুধবার (০১ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্দেশনা দিয়েছে।

বিসিবি’র ফিজিক্যাল পারফরম্যান্স বিভাগের প্রধান নিক লি এই নির্দেশনা দিয়েছেন।  

এই নির্দেশনা অনুসরণ করে ঘরে বসেই ক্রিকেটাররা তাদের ফিটনেস নিয়ে কাজ করতে পারবেন। যে সব ক্রিকেটারদের ঘরে ব্যায়ামের যন্ত্রাংশ নেই কিংবা যাদের পক্ষে জিমনেশিয়ামে যাওয়া সম্ভব নয়, তাদের জন্য তিনি এই নির্দেশনা তৈরি করে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।