ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক ক্রিকেটার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, এপ্রিল ২০, ২০২০
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক ক্রিকেটার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক ক্রিকেটার বিল্টু মিয়া (৪৫) 

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিল্টু নব্বইয়ের দশকে মানিকগঞ্জের কৃতি ক্রিকেটার ছিলেন।

তিনি জেলা ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলায় অংশ করে কৃতিত্ব দেখিয়েছেন। এছাড়া তিনি স্থানীয় ক্রিকেট ক্লাব-কুলফা গোষ্ঠীর নিয়মিত খেলোয়াড় ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বাংলানিউজকে জানান, বিল্টু মিয়া দৌলতপুর থেকে মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জে ফিরছিলেন। সকালের দিকে কালিবাড়ী এলাকায় একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।