ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

অসুস্থ বাবার ইচ্ছেতেই আইপিএলে ফিরেছেন স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, অক্টোবর ৭, ২০২০
অসুস্থ বাবার ইচ্ছেতেই আইপিএলে ফিরেছেন স্টোকস বাবা ও মায়ের সঙ্গে স্টোকস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর শুরুর দুই সপ্তাহ পর রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন বেন স্টোকস। এর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অসুস্থ পিতার দেখভাল করার জন্য দলটির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি তিনি।

তবে এবার সেই অসুস্থ বাবার ইচ্ছেতেই আইপিএলে ফিরেছেন ইংল্যান্ড অলরাউন্ডার।

২৯ বছর বয়সী স্টোকস আরব আমিরাতে গত রোববার (০৪ অক্টোবর) সকালে নামে। রাজস্থানের স্কোয়াডে যোগ দেওয়ার জন্য উড়াল দেওয়ার আগে স্টোকস ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে এক ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বিদায় কখনও সহজ হয় না। ’

আরব আমিরাতে এসেই অবশ্য দলের সঙ্গে মাঠে নামতে পারেননি তিনি। আইপিএলের কোভিড-১৯ প্রটোকল অনুয়ায়ী তাকে ৬ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ১৪ অক্টোবর, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে স্টোকসকে দেখা যাবে। এর আগে ১১ অক্টোবর, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।

দুবাইয়ে হোটেলেই কোয়ারেন্টিনের মাঝে এক সাক্ষাৎকারে স্টোকস বলেন, ‘বাবা আমাকে বলেছেন, পেশাগত দায়িত্ব, একজন স্বামী, একজন বাবা হিসেবেও আমার দায়িত্ব। ’

তিনি আরও বলেন, ‘ক্রাইস্টচার্চে বাবা, মা ও ভাইকে বিদায় জানানো কঠিন ছিল। বাবা-মার ভালোবাসা ও আশীর্বাদেই দুবাইয়ের বিমানে চেপেছি, পরিবারের সবার ইচ্ছেতেই এই সিদ্ধান্ত হয়েছে। ’

এর আগে ইংল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজচলাকালীন ব্রেইন ক্যান্সারে আক্রান্ত বাবার অসুস্থতার খবর পান স্টোকস। আর খবর পেয়েই নিজের জন্মস্থান নিউজিল্যান্ডে ছুটে যান তিনি। সেসময় দুটি টেস্ট খেলা হয়নি তার।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।